এই বাংলাদেশের উত্তর পূর্ব কোণে সাবেক ময়মনসিংহ এবং বর্তমান নেত্রকোণা জেলার পূর্বপ্রান্ত ও সুনামগঞ্জ জেলার পশ্চিমপ্রান্তে অবস্থিত ভাটি এলাকার একটি উপজেলার নাম মোহনগঞ্জ। মোহনগঞ্জের উত্তর পূর্ব ও দক্ষিনে শুধু হাওড় আর হাওড়। যে কারণে মোহনগঞ্জ পৌর শহর হাওর অঞ্চলের রাজধানী হিসাবে খ্যাত। ‘গোয়াল ভরা গরু, বিল ভরা মাছ, গোলা ভরা ধান’ কিংবা ‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’ এসব উক্তির সার্থক রূপ নিজের চোখে দেখতে হলে, আপনাকে অবশ্যই ছুটে আসতে হবে অসংখ্য খাল-বিল, নদ-নদী আর হাওড়-বাওড় পরিবেষ্টিত মোহনগঞ্জের ভাটি এলাকায়।
বৈচিত্রময় প্রাকৃতিক পরিবেশ, বিপুল বৃক্ষরাজির সবুজ ঘনপল্লবে সুশোভিত বিখ্যাত ডিঙ্গাপোতা হাওড় সহ অসংখ্য খাল-বিল, নদী-নালা পরিবেষ্টিত ডাহুক, কুড়া, সরালী, পানকৌড়ী, ঘুঘু, দোয়েল, কোকিলসহ অসংখ্য পাখির কুজনে মুখরিত এ উপজেলার পশ্চিম ও উত্তর দিক দিয়ে প্রবাহিত হয়েছে কংশ নদ, পূর্ব প্রান্ত দিয়ে ধনু নদ এবং দক্ষিনের কিছু অংশ দিয়ে প্রবাহিত হয়েছে সাতমা ধলাই নদী। এর মাঝখানে ২৪৩.২০ কিমি২ (৯৩.৯০ বর্গমাইল) আয়তন বিশিষ্ট এ মোহনগঞ্জ উপজেলা। মোহনগঞ্জের উত্তেরে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, পূর্বে জামালগঞ্জ উপজেলা ও নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলা। দক্ষিণে ও পশ্চিমে নেত্রকোণা জেলার আটপাড়া ও বারহাট্টা উপজেলা। এ উপজেলায় আছে একটি প্রথম শ্রেণীর পৌর শহর ও ০৭টি ইউনিয়ন। ১২৮টি মৌজাভুক্ত ১৮২টি গ্রামে ২০১১ সালের আদশ শুমারী অনুযায়ী লোকসংখ্যা পুরুষ ৮৪,২২৩ জন এবং মহিলা ৮৩,২৮৪ জন। মোট ১,৬৭,৫০৭ জন। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতিবছর শতকরা ১.০৫ জন। ১৯৯৬ সালের উপজেলা নির্দেশিকা জরিপ অনুযায়ী এ উপজেলায় মোট ভূমির পরিমাণ ২৪,২৬৩ হেক্টর। এর মধ্যে উত্তর পশ্চিমাংশে ব্রহ্মপুত্র পললভূমি ১০,৩৬০ হেক্টর এবং দক্ষিণ পূর্বাংশে সুরমা কোশিয়ারা পললভূমি ১৩,৯০৩ হেক্টর। ব্রহ্মপুত্র পললভূমি উপক্ষেকৃত উঁচু ও মাঝারী উঁচু। এবং সুরমা কোশিয়ারা পললভূমি বিলাঞ্চল এখানকার মোট জমির মধ্যে প্রায় ২,০০০ হেক্টর বশতবাড়ি। বাকি জমির মধ্যে প্রায় ১৫,০০০ হেক্টর বিলাঞ্চলের নিচু ভূমি। এসব জমিতে বছরে একবার বোর ফসল উৎপাদিত হয়। বাকি জমিতে রোপা আমন ও অন্যান্য শাক-শব্জির আবাদ হয়। খাদ্যে উদ্বৃত্ত এ উপজেলায় প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৫৯০ জন লোক বাস করে। জনসংখ্যার অনুপাতে মাথাপিছু জমির পরিমাণ প্রায় ০.১৯ হেক্টর।
অবস্থান: ২৪°৪৫´ থেকে ২৪°৫৫´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৫৫´ থেকে ৯১°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তরে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, পূর্বে নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলা ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা, দক্ষিণে নেত্রকোণা জেলার মদন উপজেলা এবং পশ্চিমে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা ও বারহাট্টা উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস