Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিশ সমূহ

উপজেলা পরিষদ সভার কার্যবিবরণী

উপজেলা                   ঃ      মোহনগঞ্জ।

সভার তারিখ         ঃ        ৩০.০৭.২০১২ খ্রিঃ।

সময়                  ঃ        বেলা ১১.৩০ ঘটিকা।

সভার সহান          ঃ        উপজেলা পরিষদ মিলনায়তন।

সভাপতি              ঃ        জনাব মোঃ শহীদ ইকবাল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ , মোহনগঞ্জ, নেত্রকোণা।

 

সভায় উপসিহত সদস্যবৃন্দপরিশিষ্ট ‘ক’ তে সন্নিবেশিত।

 

                        সম্মানিত সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করা হয়। অতঃপর সভার আলোচ্যসূচি অনুযায়ী সভার কাজ পরিচালনা করার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার উপসিহত সম্মানিত সদস্যগণকে স্বাগত জানিয়ে সভা পরিচালনার কাজ শুরু করেন।

 

১।         বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদনঃ-

                        বিগত উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয় । কোন প্রকার সংশোধণী না থাকায় কার্যবিবরণী  সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।

 

বিভাগীয় আলোচনাঃ-    

২।      প্রকৌশল বিভাগঃ- উপজেলা প্রকৌশলী সভায় জানান বর্তমান অর্থ বৎসরে উন্নয়নমূলক কাজের কোন বরাদ্দ পাওয়া যায়নি। অফিসের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে চলছে ,কোন সমস্যা নেই।

 

০৩। ত্রাণ বিভাগঃসভায় জানান যে, এ উপজেলায় ঈদ উপলক্ষে ১৪৪২৭ টি ভিজিএফ কার্ডের বরাদ্দ পাওয়া গেছে। উক্ত বরাদ্দ মোতাবেক ইউনিয়ন ওয়ারী বিভাজন সভায় পেশ করেন। উপস্থাপিত বিভাজন সভায় সর্ব সম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।া

ভাজএফ কার্ডধারী নির্নয়ের ক্ষেত্রে সরকারি নির্দেশনা মোতাবেক হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী, অসচ্ছল মুক্তিযোদ্ধাগণকে অগ্রাধিকার দিতে হবে এবং আগামী ১০.০৮.২০১২ খ্রিঃ তারিখের মধ্যে উক্ত চাল উত্তোলন পূর্বক বিতরণের ব্যবস্থা গ্রহণের জন্য সকল ইউপি চেয়ারম্যানগণকে অনুরোধ করা হয়।

 

৪ ।  স্বাস্থ্য বিভাগ            ঃ  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সভায় অনুপস্থিত থাকায় কোন আলোচনা করা গেল না। পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

 

৫।  কৃষি বিভাগ  ঃ  উপজেলা কৃষি কর্মকর্তা সভায় জানান যে, ইতোমধ্যে ফলজ বৃক্ষ মেলা/২০১২  সমাপ্ত হয়েছে। সুষ্ঠুভাবে মেলা সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া অফিসের কার্যক্রম সঠিকভাবে চলছে  কোন সমস্যা নেই।

 

৬।  প্রাণিসম্পদ বিভাগঃউপজেলা প্রাণিসম্পদ অফিসার সভায় জানান, বর্তমানে পশু খাদ্য বিক্রেতাদের নির্ধারিত ফি এর বিনিময়ে ফিড লাইসেন্স গ্রহণ করতে হবে। এ বিষয়টি সভার মাধ্যমে সকল পশু খাদ্য বিক্রেতাসহ সকলকে অবহিত করেন এবং সাধারণ জনগণকে অবহিত করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন। অফিসের সকল কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে  কোন সমস্যা নেই ।

৭।মৎস্য বিভাগঃ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সভায় জানান সম্প্রতি মাননীয় সংদ সদস্য,মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী নির্বাচনী এলাকা ১৬০, নেত্রকোণা-৪ মহোদয় , মৎস্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও জেলা প্রশাসক,নেত্রকোণা  মহোদয়ের উপস্থিতিতে  হাওরে পোনামাছ অবমুক্তকরণসহ প্রয়োজনীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এছাড়া অফিসের সকল কাজকর্ম স্বাভাবিক কোন সমস্যা নেই ।

 

৮।শিক্ষা বিভাগ ঃ উপজেলা শিক্ষা অফিসার সভায় জানান যে, অফিসের সকল কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে  কোন সমস্যা নেই মর্মে জানান।

 

০৯। উপজেলা পল্লী উন্নয়ন বিভাগঃ  সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জুন/২০১২ পর্যন্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের নিম্নোক্ত অগ্রগতির বিবরণ সভায় উপস্থাপন করেন। উক্ত প্রকল্পের কাজে উপস্থিত সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন । এছাড়া তাঁর বিভাগের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কোন সমস্যা নেই বলে জানান।

 

১০। যুব উন্নয়ন বিভাগঃ সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার বলেন বেশ কিছু ঋণ খেলাপী ঋণ নিয়ে তা পরিশোধ করছেন ন। এ বিষয়ে বার বার পত্র/নোটিশ দেয়া হলেও কোন কাজ হচ্ছে না।এ বিষয়ে বিস্তারিত আলোচনান্তে নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্তঃ  আগামী সভার পূর্বে সকল ঋণ খেলাপীকে লাল নোটিশ প্রদান ও তাতে কোন কার্যকরী ব্যবস্থা না হলে বিধি মোতাবেক সার্টিফিকেট মামলা দায়ের করার সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।

 

১১। পরিবার পরিকল্পনা বিভাগঃ  উপজেলা পঃ পঃ কর্মকর্তা জুন/২০১২ মাসে স্থায়ী ও অস্থা্য়ী পদ্ধতির যে সমস্ত কার্যক্রমের অগ্রগতি সম্পন্ন করেছেন তা নিম্নে বর্ণনা করেন।

সক্ষম দম্পতির সংখ্যা ৩০৫৬৫ জন, মোট পবিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা ২৩৫৯৮ জন, সি এ আর ৭৭%,পুরুষ বন্ধাকরণ ১৫ জন,মহিলা বন্ধাকরণ ২৬ জন,আইইউডি ৪১ জন,ইমপ্ল্যান্ট ০৮ জন, ইনজেকশন ৮৬৭ জন কনডম ১০৮৮০ পিস, খাবার বড়ি ১৮৭২৪ চক্র। এছাড়া অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কোন সমস্যা নেই বলে জানান। নিয়মিত মাসিক পরিবার পরিকল্পনা কমিটির সভা আহবান পূর্বক সভার কার্যবিবরণী জেলা অফিসে প্রেরণ ও প্রতিটি ইউনিয়নে বিতরণযোগ্য সরকারি ঔষধের তালিকা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে অবহিত করতে সভাপতি মহোদয় উপজেলা পঃ পঃ কর্মকর্তাকে অনুরোধ করেন।

 

১২। মহিলা বিষয়ক অধিদপ্তরঃউপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সভায় জানান যে, তিনি এ উপজেলায় অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত আছেন বলে তিনি সপ্তাহে প্রতি মঙ্গল বারে মোহনগঞ্জ অফিস করবেন বলে জানান। অফিসের ভিজিডি ও মাতৃত্ব ভাতা কার্যক্রমসহ যাবতীয় কার্যক্রম সঠিকভাবে চলছে কোন সমস্যা নেই মর্মেও তিনি জানান। ভিজিডি বিতরণের দিনে অবশ্যই ‘‘ট্যাগ অফিসার’’ এর উপস্থিতিতে এবং বিতরণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যয়নসহ প্রতিবেদন দেয়ার জন্য সংশ্লিষ্ট ইউপি চেযারম্যান এবং কর্মকর্তাদের অনুরোধ করা হয়।

 

১৩। সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)ঃ  সভায়  সহকারী প্রকৌশলী( জনস্বাস্থ্য)সভায় অনুপস্থিত থাকায় কোন আলোচনা করা গেল না। পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।তবে এ বিষয়ে ২০১১-১২ অর্থ বছরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ কর্তৃক চিহ্নিত প্রতিটি ইউনিয়নে ০১ টি আদর্শ গ্রামকে অগ্রাধিকার ভিত্তিতে স্যানিটেশনের আওতায় নেয়ার জন্য অনুরোধ করা হয়।

 

১৪। উপজেলা সমাজ সেবা বিভাগঃ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সভায় জানান যে, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার  কিছু কার্ডধারী মৃত্যুবরণ করায় নতুন কার্ডধারী বাছাই করতে হচ্ছে। তিনি বিধি মোতাবেক কার্ডধারী বাছাই কার্যক্রমে সকলকে সার্বিক সহযোগিতার অনুরোধ করেন।

 

১৫। মেডিক্যাল অফিসার, এমসিএইচএফসিঃ সভায় অনুপস্থিত থাকায় কোন আলোচনা করা গেল না। পরবর্তী সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

১৬। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন,অফিসের কার্যক্রম সুষ্টুভাবে চলছে । কোন সমস্যা নেই বলে জানান।

 

 ১৭।বিবিধঃ ক) সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার আরো  জানান যে, উপজেলা পরিষদেরপানির পাম্প মেশিনটি হঠাৎকরে নষ্ট হয়ে যাওয়ায় জরুরী পানির  সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কর্তৃক গঠিত কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শণ প্রতিবেদন নেয়া হয়। প্রতিবেদন মোতাবেক পানির পাম্প মেশিনটি অকেজো হয়ে পড়ায় নিলামে বিক্রয় ও নতুন পাম্প মেশিন স্থাপনের নিমিত্তে গঠিত কমিটি কর্তৃক পুরাতন পাম্প মেশিনটি ৩০৯০০.০০ ( ত্রিশ হাজার নয়শত) টাকায় বিক্রয় ও নতুন মেশিন স্থাপনের জন্য  বিল ভাউচার মূলে মোট ১০৯০৯৮.০০ (এক লক্ষ নয় হাজার আঠানববই) টাকা ব্যয়ের  হিসাব দাখিল করেন ও বিল পাওয়ার আবেদন করেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনান্তে নিম্নরুপ সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্তঃ পুরাতন পাম্প মেশিনটি বিক্রয়লব্দ ৩০৯০০.০০ ( ত্রিশ হাজার নয়শত) টাকা হতে বিধি মোতাবেক ভ্যাট কর্তন বাদে বাকী টাকা উপজেলা রাজস্ব তহবিলে জমা প্রদান ও নতুন পাম্প মেশিন স্থাপনের জন্য  বিল ভাউচার মূলে মোট ১০৯০৯৮.০০ (এক লক্ষ নয় হাজার আঠানববই) টাকা হতে বিধি মোতাবেক ভ্যাট কর্তন বাদে বাকী টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বসম্মতক্রমে পরিশোধের সিদ্ধান্ত গৃহিত হয়।

 

খ) সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন বর্তমান সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলির মধ্যে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র অন্যতম। তিনি এই অগ্রাধিকার প্রকল্পটি সুষ্ঠু বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি সরকারি নিদের্শনা মোতাবেক  ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের প্রয়োজনীয় কম্পিউটারসহ অন্যান্য সামগ্রী ক্রয় করার জন্য সকল ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। উক্ত কার্যক্রম অব্যাহত রাখার জন্য এবং সকল বিভাগীয় কর্মকর্তাগণকে প্রতিটি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র নিয়মিত পরিদর্শনের জন্য অনুরোধ করেন।

গ) সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জনাব মোঃ কাঞ্চন মিয়া এ জেলার কলমাকান্দা উপজেলার লেংগুরা নামক স্থানে উপজেলার সকল মুক্তিযোদ্ধাগণ (প্রতিবৎসরের ন্যায় ) বাৎসরিক অনুষ্ঠানে যাওয়ার যাতায়াত খরচ ও ইফতার বাবদ আর্থিক সহযোগিতার আবেদন করেন। আবেদনের বিষয়ে চেয়ারম্যান,উপজেলা পরিষদ মহোদয়ের সহিত আলোচনাক্রমে  নগদ ৭০০০.০০ (সাত হাজার ) টাকা প্রদান করা হয়। উক্ত টাকা প্রদানের ব্যয়োত্তর অনুমোদনের জন্য সভায় উপস্থাপন করেন।। এ বিষয়ে বিস্তারিত আলোচনান্তে নিম্নরুপ সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সিদ্ধান্তঃ মুক্তিযোদ্ধাগণের আবেদনের প্রেক্ষিতে লেংগুরা যাওয়ার উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জনাব মোঃ কাঞ্চন মিয়াকে চেক মূলে প্রদেয় ৭০০০.০০ (সাত হাজার ) টাকা ব্যয়ের সর্বসম্মতক্রমে ব্যয়োত্তর মঞ্জুরী প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

 

ঘ) সভায় ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ বলেন, বিগত মার্চ/১১ থেকে মার্চ/১২ পর্যন্ত সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভ্রমনভাতার বিল বাবদ ১৯২৫০.০০ (উনিশ হাজার দুইশত পঞ্চাশ)টাকা ও ভাইস চেয়ারম্যানের ১৫৪০০.০০(পনের হাজার চারশত) টাকা ও মহিলা ভাইস চেয়ারম্যানের ১৫৪০০.০০(পনের হাজার চারশত) টাকার বিল পরিশোধের জন্য সভায় অনুমোদনের নিমিত্তে পেশ করেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনান্তে নিম্নরুপ সিদ্ধান্ত গৃহিত হয়।

 

সিদ্ধান্ত     ঃ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ভ্রমনভাতার বিল বাবদ ১৯২৫০.০০ (উনিশ হাজার দুইশত পঞ্চাশ)টাকা ও ভাইস চেয়ারম্যানের ১৫৪০০.০০(পনের হাজার চারশত) টাকা ও মহিলা ভাইস চেয়ারম্যানের ১৫৪০০.০০(পনের হাজার চারশত) টাকার বিল পরিশোধের জন্য সর্বসম্মতক্রমে অনুমোদিত হয়।

 

ঙ) মোহনগঞ্জ সাধারণ পাঠাগার এর স্মরণিকা প্রকাশে উপজেলা পরিষদ এর একটি বিজ্ঞাপন বিল বাবদ ৫০০০.০০ টাকা পরিশোধের বিষয়টি অনুমোদন করা হয়।

চ) পরিষদের ‘গাড়ি চালক’ পদে নিয়োগের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক মেয়াদ বৃদ্ধির বিষয়ে ছাড়পত্র পাওয়া যাওয়ায় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার প্রকাশের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।

 

আর কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

                                                                                                              (মোঃ শহীদ ইকবাল)

          সভাপতি

চেয়ারম্যান,

উপজেলা পরিষদ,

 মোহনগঞ্জ, নেত্রকোণা।

 

কার্যবিবরণী নং-০৫.৪৪৮.০০.০২৭.০০২.২০১২.                                            তারিখঃ- ৩১.০৭.২০১২খ্রিঃ।

 

                        অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ-

 

০১.  মাননীয় সংসদ সদস্য, ১৬০- নেত্রকোণা-৪।

০২.  জেলা প্রশাসক, নেত্রকোণা।

০৩.  চেয়ারম্যান,উপজেলা পরিষদ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৪.  সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-২    

       শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০৫.  মেয়র,মোহনগঞ্জ পৌরসভা,মোহনগঞ্জ ,নেত্রকোণা।

০৬.  ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,মোহনগঞ্জ, নেত্রকোণা

০৭.  উপজেলা ......................................অফিসার,মোহনগঞ্জ,নেত্রকোনা।

০৮.  চেয়ারম্যান,....................................ইউ,পি (সকল),মোহনগঞ্জ,নেত্রকোণা।

০৬.  জনাব..................................................... ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৭.  সংরক্ষণ নথি।

উপজেলা নির্বাহী অফিসার

মোহনগঞ্জ, নেত্রকোণা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভার কার্যবিরণী।

 

উপজেলা                   ঃ       মোহনগঞ্জ, সভার তারিখ  ঃ  ২৫.০৭.২০১২খ্রিঃ ,সময় ঃ  বেলা ১১.০০ ঘটিকা।

সভার স্থান          ঃ    উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ, মোহনগঞ্জ, নেত্রকোণা।

সভাপতি          ঃ       জনাব মুহাঃ মিজানুর রহমান সরকার ,উপজেলা নির্বাহী অফিসার ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

         

            সভায় উপস্থিত সদস্যবৃন্দ ঃ  পরিশিষ্ট ‘ক‘ তে সন্নিবেশিত।

 

            সভাপতি সভার শুরুতেই সকলকে স্বাগত জানান। চলমান মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনশীল পর্যায়ে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

উপস্থিত খাদ্য পরিদর্শক জানান যে, বাজারে বর্তমানে নিত্র প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন প্রতিকেজি চাল ২৪-২৫ টাকা, মশুর ডাল ১১০-১২০ টাকা, চিনি(লুজ) ৫৪-৫৫ টাকা, প্যাকেটজাত ৬০ টাকা, ছোলা বুট ৭৫-৮০ টাকা, সয়াবিন তৈল(লুজ)১২০-১২৫ টাকা, (বোতলজাত)/ প্যাকেট জাত ১৪০ টাকা, আটা (লুজ) ২৭-২৮ টাকা, প্যাকেটজাত ৩০-৩৫ টাকা মুল্যে বিক্রয় হচ্ছে যা মোটামুটি সহনশীল ও স্থিতিশীল আছে।

 

 উপরন্তু সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির খুচরা মূল্য স্থিতিশীল ও সহনশীল রাখার জন্য নিম্নবর্ণিত সিদ্ধান্ত গৃহিত হয়।

 

০১।     প্রতিটি দোকানে প্রতিদিন গুরুত্বপূর্ণ দ্রব্যাদি যেমন, চাল, আটা,সয়াবিন তেল, মশুর ডাল, ছোলা বুট, চিনি ইত্যাদির পাইকারী ও খুচরা মূল্য চার্ট আকারে আবশ্যিকভাবে প্রদর্শণ করতে হবে।

 

০২।     উপজেলা টাক্সফোর্স কমিটি প্রতি সপ্তাহের মঙ্গলবার সরেজমিনে বাজার পরিদর্শণ করবেন।

 

০৩।     টিসিবি ডিলারের কার্যক্রম নিয়মিত তদারকীর জন্য খাদ্য পরিদর্শককে অনুরোধ করা হলো।

 

০৪।     নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

০৫।     আমদানীকৃত খাদ্য দ্রব্য যাতে স্বল্প মুনাফায় ব্যবসায়ীগণ বিক্রি করেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য ব্যবসায়ী  প্রতিনিধিগণকে অনুরোধ করা হয়।

 

০৬।     স্থানীয় উৎপাদনকারীদের উৎপাদিত ভোগ্য পণ্য যাতে মধ্যসত্বভোগী অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে বেশী মূল্যে বিক্রি না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয় ।

 

০৭।     মোহনগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারের ব্যবসায়ীগণের বিএসটিআই অনুমোদিত  দাড়িপাল্লা-বাটখারা ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

 

অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন।

 

 

(মুহাঃ মিজানুর রহমান সরকার)

সভাপতি

উপজেলা টাক্সফোর্স কমিটি

উপজেলা নির্বাহী অফিসার

মোহনগঞ্জ,নেত্রকোণা।

স্মারক নং-০৫.৪৪৮.০২.০২৩.২০১২-                                                           তারিখ ঃ  ২৫.০৭.২০১২ খ্রিঃ।

 

                   অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ-

 

০১।     মাননীয় সংসদ সদস্য, ১৬০- নেত্রকোণা-৪।

০২।     জেলা প্রশাসক, নেত্রকোণা।

০৩।     চেয়ারম্যান,উপজেলা পরিষদ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৪।     ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৫।     উপজেলা....................................... অফিসার, মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৬।     জনাব....................................................................................... ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৭।     সংরক্ষণ নথি।

 

উপজেলা নির্বাহী অফিসার

মোহনগঞ্জ, নেত্রকোণা।

 

 

 

 

গণপ্রজাতমত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

মোহনগঞ্জ,নেত্রকোণা।

স্মারক নং ঃ ০৫.৪৪৮.০০০.০০৩.০২৯.২০১২-                                              তারিখঃ ২৩.০৭.২০১২ খ্রিঃ।

 

বিষয়      ঃ  উপজেলা টাক্সফোর্স কমিটির জুলাই,২০১২ মাসের সভা অনুষ্ঠান প্রসঙ্গে।

 

               আগামী  ২৫.০৭.২০১২ খ্রিঃ তারিখ  উপজেলা টাক্সফোর্স কমিটির  জুলাই,২০১২ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হবে। সভার নির্ধারিত সময়সূচি নিম্নে উল্লেখ করা হলো।

ক্রমিক নং

সভার নাম

সভার সময়

সভাপতিত্ব করবেন

০১

উপজেলা টাক্সফোর্স কমিটির সভা

সকাল ১১.০০ ঘঃ

উপজেলা নির্বাহী অফিসার

 

          সংশ্লিষ্ট কমিটির সম্মানিত সদস্য/সদস্যাবৃন্দকে লিখিত কার্যপত্রসহ সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

 

                                                                  (মুহাঃ মিজানুর রহমান সরকার)                                                                                                                    

                                                                      উপজেলা নির্বাহী অফিসার

                                                                 মোহনগঞ্জ, নেত্রকোণা ।

                                                                                                           ফোনঃ ০৯৫২৪৫৬০১০

                                                                        ই-মেইলunomohongonj@mopa.gov.bd.

 

০১।     উপজেলা.......................................................................অফিসার,মোহনগঞ্জ,নেত্রকোণা।

০২।     সভাপতি,প্রেস ক্লাব, মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৩।      জনাব .................................................... .....................................,মোহনগঞ্জ,নেত্রকোণা।

         

 

স্মারক নংঃ ০৫.৪৪৮.০০.০২৭.০৫.২০১১.     (১৫)                                           তারিখঃ  ২৩.০৭.২০১২ খ্রিঃ।

 

              অনুলিপি সদয় অবগতি  ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ

 

০১।     মাননীয় সংসদ সদস্য,নির্বাচনী এলাকা-১৬০-নেত্রকোণা-৪।

০২।     জেলা প্রশাসক,নেত্রকোণা।

০৩।     চেয়ারম্যান,উপজেলা পরিষদ,মোহনগঞ্জ,নেত্রকোণা।

০৪।     ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেযারম্যান,উপজেলা পরিষদ,মোহনগঞ্জ,নেত্রকোণা।

০৫।     সংরক্ষণ নথি।

 

              

              উপজেলা নির্বাহী অফিসার                                                                                                                              

                        মোহনগঞ্জ, নেত্রকোণা ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

জেলা প্রশাসক,নেত্রকোণা মহোদয় কর্তৃক মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে গৃহিত প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত সভার  কার্যবিরণী।

 

উপজেলা                   ঃ      মোহনগঞ্জ, সভার তারিখঃ  ০৬.০৮.২০১২খ্রিঃ ,সময়ঃ  বেলা ১১.০০ ঘটিকা।

সভার স্থান          ঃ    উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষ, মোহনগঞ্জ, নেত্রকোণা।

সভাপতি          ঃ       জনাব মুহাঃ মিজানুর রহমান সরকার ,উপজেলা নির্বাহী অফিসার ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

         

            সভায় উপস্থিত সদস্যবৃন্দ 

 

০১।     উপজেলা কৃষি অফিসার, মোহনগঞ্জ ,নেত্রকোণা।

০২।     উপজেলা মৎস্য অফিসার, মোহনগঞ্জ ,নেত্রকোণা।

০৩।     উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, মোহনগঞ্জ ,নেত্রকোণা।

০৪।     অফিসার ইন চার্জ , মোহনগঞ্জ থানা, মোহনগঞ্জ ,নেত্রকোণা।

০৫।     চেয়ারম্যান, ৩ নং তেতুলিয়া ইউপি, মোহনগঞ্জ ,নেত্রকোণা।

 

সভাপতি সভার শুরুতেই সকলকে স্বাগত জানান।  তিনি  বলেন জেলা প্রশাসক,নেত্রকোণা মহোদয় কর্তৃক মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে MATT-2  কোর্সের আওতায় গৃহিত প্রকল্পের অগ্রগতি বিষয়ে সার্বিক আলোচনা  করা হয়। সার্বিক আলোচনান্তে নিম্নরুপ সিদ্ধান্ত গৃহিত হয়।

 

০১। প্রকল্পটি সঠিক বাস্তবায়নের সার্বিক সহযোগিতা করার জন্য চেয়ারম্যান, ৩ নং তেতুলিয়া ইউপি, মোহনগঞ্জ ,নেত্রকোণাকে

      অনুরোধ করা হয়।

০২। প্রকল্পটি নিবিড় তদারকির জন্য উপজেলা কৃষি ও মৎস্য কর্মকর্তাকে অনুরোধ করা হয়।

০৩। প্রকল্প ভুক্ত পরিবারকে সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়টি নিশ্চিত করার জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাকে অনুরোধ                                      

       করা হয়।

০৪। আগামী ১১.০৮.২০১২ খ্রিঃ তারিখ কমিটির সকল সদস্য সমন্বয়ে  উক্ত প্রকল্প সরেজমিনে পরিদর্শন করা হবে।

 

 

 

 

অতঃপর সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি  ঘোষণা করেন।

 

 

                           (মুহাঃ মিজানুর রহমান সরকার)

উপজেলা নির্বাহী অফিসার

মোহনগঞ্জ,নেত্রকোণা।

স্মারক নং-০৫.৪৪৮.০২.০২৩.২০১২-                                                            তারিখ ঃ  ০৬.০৮.২০১২ খ্রিঃ।

 

                   অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ-

 

০১।     জেলা প্রশাসক, নেত্রকোণা।

০২।     চেয়ারম্যান,উপজেলা পরিষদ,মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৩।     উপজেলা....................................... অফিসার, মোহনগঞ্জ, নেত্রকোণা।

০৪।     সংরক্ষণ নথি।

 

উপজেলা নির্বাহী অফিসার

মোহনগঞ্জ, নেত্রকোণা।