বাংলাদেশ নদীমাতৃক দেশ সেটা এই মোহনগঞ্জ উপজেলাকে দেখলেই বোঝা যায়। সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, ভৈরব বাজারের সঙ্গে একটি শক্তিশালী জলযোগাযোগ ব্যাবস্থা রয়েছে এই মোহনগঞ্জ উপজেলা থেকে। এর স্থলযোগাযোগ ব্যাবস্থা অন্তত উন্নত। দেশের যেকোন প্রান্ত থেকে এই উপজেলার রূপবৈচিত্র্যে আহরণ করতে খুব সহজেই আসা যায়া। ঢাকা থেকে মোহনগঞ্জ রেলযোগাযোগ ব্যাবস্থা অন্তত উন্নত। হাওর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস নামের ০২টি ইন্টারসিটি ট্রেনটির গন্তব্যস্থল এই মোহনগঞ্জ উপজেলা। এছাড়া মহুয়া কমপিউটার নামের বেসরকারি ট্রেনটিও এই রেলরুটে চলাচল করে এবং ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ০১টি লোকাল ট্রেন চলাচল করে। ঢাকা-মোহনগঞ্জ হাইওয়েতে প্রতিদিন ০৫ টিরো বেশী বাস চলাচল করে। যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ৩৪.৩৪ কিমি, আধা-পাকারাস্তা ৩৭ কিমি, কাঁচারাস্তা ২১৭ কিমি; রেলপথ ৩ কিমি; নৌপথ ১২ নটিক্যাল মাইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS